সঙ্কট উত্তরণে ৩ ইস্যুতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান কূটনীতিকদের

Monday, January 13, 2014

মানবজমিন: ৫ই জানুয়ারি নির্বাচনে ‘জনমতের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি’ মন্তব্য করে বিদেশী কূটনীতিকরা চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংলাপের পথ প্রশস্ত করতে তিনটি ইস্যুতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইস্যু তিনটি হলো কারাগারে আটক বিরোধী নেতাদের মুক্তি, স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন এবং বন্ধ অফিস খুলে দেয়া। কূটনীতিকরা স্পষ্ট বলেছেন, সমঝোতায় সরকার ও বিরোধী দল উভয়ের দায়িত্ব রয়েছে। বিরোধী দলের হরতাল, অবরোধ প্রত্যাহারের প্রশংসা করেছেন তারা। গতকাল ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের কাছে ভোটের চিত্র তুলে ধরতে বিএনপি আয়োজিত ব্রিফিং শেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন। তারা সদ্যসমাপ্ত নির্বাচন, সংলাপ ও নতুন নির্বাচনের উদ্যোগ প্রসঙ্গে আন্তর্জাতিক সমপ্রদায়ের অবস্থানও স্পষ্ট করেন। শিগগিরই রাজনৈতিক সংলাপ শুরুর প্রত্যাশা করে দ্রুততম সময়ের মধ্যে সবার অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনেরও তাগিদ দেন তারা। গুলশানের একটি হোটেলে বিকালে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আশা করেন সরকার ও বিরোধী দল সংলাপ, সমঝোতা ও গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রশ্নে শিগগিরই উদ্যোগী হবে। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে ইউরোপীয় ইউনিয়ন আবাসিক প্রতিনিধি উইলিয়াম হানা বলেন, যে কোন মূল্যে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা কারও কাম্য হতে পারে না। কানাডিয়ান হাই কমিশনার হিদার ক্রুডেন বলেন, সংঘাত, সহিংসতা বন্ধ করে সংলাপে বসার জন্য সরকার ও বিরোধী দল উভয়কেই উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান ও ঢাবি’র আইন অনুষদের সাবেক ডিন বোরহান উদ্দিন। অপরদিকে বিদেশী কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউ রাষ্ট্রদূত ছাড়াও জার্মান, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, স্পেন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ভ্যাটিকান, অস্ট্রেলিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও নেদারল্যান্ডসের পক্ষে এ দেশগুলোর হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা এবং ব্রিটিশ পলিটিক্যাল সেক্রেটারি উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপি সব সময়ই আলোচনার পক্ষে। সরকার আলোচনার পরিবেশ তৈরি করলে এতে বিএনপি সাড়া দেবে। তিনি বলেন, আমরা কূটনীতিকদের দাওয়াত দিয়েছিলাম। তারা এসেছেন। দেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে তুলে ধরা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুশাইরি। রাত সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License