সিলেট জেলা বারের নির্বাচন-২০১৪: মিন্টু সভাপতি ও অশোক সম্পাদক নির্বাচিত

Friday, January 17, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বহুল আলোচিত রুহুল আনাম চৌধুরী মিন্টু ও সাধারণ সম্পাদক পদে অশোক পুরকায়স’ নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভোররাতে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়। সমিতির ১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মিন্টু ৩২৬ ও তার নিকটতম প্রতিদ্বন্ধি কাজী আশরাফ উদ্দিন পান ৩০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে অশোক পুরকায়স’ পান ৪৬৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্‌দ্বী শাহ আশরাফুল ইসলাম আশরাফ পান ৪১৮ ভোট।

এছাড়া সহ সভাপতি পদে (৩৬৮) জুবের আহমদ খান, সহ সভাপতি-২ পদে মো. শফি আহমদ (৪৫৭), যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল মজিদ খান মানিক (৩৫৯), লাইব্রেরী সম্পাদক পদে মো. আশিক আহমদ খান (৩৯৮), সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শিবিবর আহমদ বাবলু (৪৫৬), নির্বাচন কর্মকর্তা পদে শাহ মোহতাদিনূর রহমান সেলিম (৫৪৬) এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আজিজুল মালিক চৌধুরী (৮৫৬), মো. আব্দুস সহিদ (৬৬৩), আক্তার হোসেন খান (৬৫৮), আব্দুল খালিক (৬৪৪), শাহ মোদাবিবর আলী (৬৩৮), মিসবাহ উদ্দিন চৌধুরী (৬২১), আক্তার উদ্দিন আহমদ টিটু (৬১৯), মো. ওবায়দুর রহমান (৬০৭), মো. আক্তার বকস জাহাঙ্গীর (৫৯৫), মো. আলী হায়দার (৫৭৯) ও মো. সহিদুজ্জামান চৌধুরী (৫১৯) ভোট পেয়ে নির্বাচিত হন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License