সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারী কাপুরুষরাই গণজাগরণ মঞ্চে বোমা হামলা করেছে
নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চ সিলেটের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, যারা দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারাই গণজাগরণ মঞ্চে কাপুরুষোচিতভাবে বোমা হামলা চালিয়েছে।
গণজাগরণ মঞ্চের সাম্প্রদায়িকতা বিরোধী রোডমার্চে বোমা হামলার প্রতিবাদে শনিবার ১৮ জানুয়ারি বিকেলে সিলেট মহানগরীতে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রজন্ম চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, রোডমার্চে গণজাগরণ মঞ্চের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়েই জামাত-শিবির চক্র এই হামলা চালিয়েছে। তবে হামলা চালিয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলন স্তব্ধ করা যাবে না।
তারা জামায়াতে ইসলামীকে সহিংসতা ছাড়ার জন্য বিএনপি নেত্রীর আহ্বানের বিষয়টি উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামী হচ্ছে সন্ত্রাসী দল। তাদের পুঁজিই হচ্ছে সহিংসতা। তাই এ দলকে নিষিদ্ধ না করলে সহিংসতা কখনোই বন্ধ হবে না।
বক্তারা অবিলম্বে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের দাবি জানান।
একইসঙ্গে চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্যে সরকারের কাছে প্রতিবাদ সমাবেশে দাবি জানানো হয়।
No comments:
Post a Comment