অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়োজনে আবার যুদ্ধে যাবার অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের
নিজস্ব প্রতিবেদক : সিলেটে মুক্তিযোদ্ধারা অঙ্গীকার করেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়োজনে আবার তারা যুদ্ধে যাবেন। যেকোন মূল্যে প্রতিহত করবেন অশুভ সাম্প্রদায়িক চক্রকে। প্রিয় জন্মভূমিকে আর রক্তাক্ত হতে দেবেন না।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এই অঙ্গীকার ঘোষণা করেন।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. ন. ম শফিকুল হক, আয়োজক সংগঠনের জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল-আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই লক্ষ্যে এ দেশের মানুষের এগিয়ে যাওয়ার পথে স্বাধীনতাবিরোধী চক্র বারবার বাধার সৃষ্টি করছে। পরিকল্পিতভাবে আঘাত করছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর। এই চক্রটি ত্রিশলাখ শহীদের রক্তে অর্জিত দেশটিকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে উঠেপড়ে লেগেছে।
No comments:
Post a Comment