বিয়ানীবাজারের সারোপার বাজারে গভীররাতে সিএনজি অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার সারোপার বাজারে গভীররাতে এক সিএনজি অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ১৩ জানুয়রি দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যকারী হিসেবে অভিযুক্তরা পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যান্য রাতের মতোই সারোপার বাজারে সুনু মিয়ার দোকানে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন। এর এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে দোকান মালিক আত্মঘড়ি গ্রামের সুনু মিয়া ও সারোপার গ্রামের আয়াজ আলী তাজপুর গ্রামের মোক্তার আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক আলী হোসেনকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ময়নাতদন্তের পর লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে সুনু মিয়া ও আয়াজ আলী পলাতক রয়েছে।
No comments:
Post a Comment