আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজারে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী সারোপার বাজারের পাশে ঐ অটোরিক্সা চালকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন।
নিহত অটোরিক্সা চালকের নাম আলী হোসেন (৩০)। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত মখতার আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে সারোপার বাজারে রাস্তার পাশে আলী হোসেনের লাশ পড়ে থাকতে লোকজন পুলিশের খবর দিলে বিয়ানীবাজার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। নিহত আলী হোসেনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমাবার সকালে সিএনজি অটোরিক্সাটি নিয়ে ভাড়া খাটতে বের হন আলী হোসেন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে লোকজনের মুখে খবর পেয়ে তার স্বজনরা সারোপার বাজারে গিয়ে তার লাশ সনাক্ত করেন।
বিয়ানীবাজারে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
Tuesday, January 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment