শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ॥ মন্ত্রীসভার সদস্য সংখ্যা ৪৮ ॥ সিলেটের ৪ জন

Sunday, January 12, 2014

শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ॥ মন্ত্রীসভার সদস্য সংখ্যা ৪৮ ॥ সিলেটের ৪ জন


নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন সরকার শপথ গ্রহণ করেছে। রবিবার ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ৪৮ সসস্যের মন্ত্রীসভার প্রধানমন্ত্রী, ২৮ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিদেশী কূটনীতিকসহ একহাজার অতিথি উপস্থিত ছিলেন।

নতুন মন্ত্রীসভার সদস্যরা হলেন, মন্ত্রী : আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, আ. ক. ম মোজাম্মেল হক, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সৈয়দ মহসিন আলী, শামসুর রহমান শরীফ, ইমাজ উদ্দিন প্রমাণিক, আসাদুজ্জামান নূর, অ্যাডভোকেট আনিসুল হক, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজার, আ. হ. ম মোস্তফা কামাল, মেফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাঈদুল হক।

প্রতিমন্ত্রী : স্থপতি ইয়ফেস ওসমান, আসাদুজ্জামান কামাল, মেহের আফরোজ চুমকি, প্রমোদ মানকিন, ইসমাত আরা সাদেক, মির্জা আজম, জুনায়েদ আহমদ পলক, বীর বাহাদুর, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, মুজিবুল হক চুন্নু, বীরেন শিকদার, নসরুল হামিদ, সাইফুজ্জামান চৌধুরী, এম. এ মান্নান, নারায়ণ চন্দ্র চন্দ ও জাহেদ মালেক স্বপন।

উপমন্ত্রী : আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়।

শেখ হাসিনা এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন।

নতুন মন্ত্রীসভায় সিলেট বিভাগ থেকে ৪ জন যোগ দিয়েছেন। এই ৪ জন হলেন মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নুরুল ইসলাম নাহিদ ও সৈয়দ মহসিন আলী এবং প্রতিমন্ত্রী এম. এ মান্নান। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত অর্থ ও নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License