সিলেটসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হলো
নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারা দেশে শনিবার ১৮ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে জন্মদিনের কেক কাটেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি আজিজ আহমদ সেলিম ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশন প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির আঞ্চলিক প্রধান ইমজার সভাপতি আল-আজাদ।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এশিয়ান টিভি বাংলাদেশসহ পুরো এশিয়ার মানুষের সুখ-দুঃখ বিশ্ববাসীর কাছে তুলে ধরবে।
তিনি সিলেটের সমস্যার পাশাপাশি সম্ভাবনার দিকগুলো বেশি বেশি করে তুলে ধরতে এশিয়ান টিভি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম বলেন, অল্প সময়ের মধ্যেই এশিয়ান টিভি দর্শক মনে নাড়া দিতে সক্ষম হয়েছে।
No comments:
Post a Comment