আমাদের সিলেট ডটকম: হবিগঞ্জে আওয়ামীলীগের দু গ্রুপে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট নিপে করেছে।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম মোলা মাসুম ও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী গ্র“পের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম মোলা মাসুম ও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুড়াকরি ইউপি চেয়ারম্যার লিয়াকত আলীর মধ্যে প্রায় ১ যুগ ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।
গতকাল বুধবার সকালে মুড়াকরি গ্রামের পাশে টিক্কা খান কোনার বিল সেচ প্রকল্পের ব্যবস্থাপক ও লিয়াকত আলী গ্র“পের নেতা মাহফুজ মিয়ার সাথে কথা কাটাকাটি হয় আবুল হাশেম মোলার নেতাকর্মীদের।
জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুপুরে মুড়াকরি গ্রামে উভয় প সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, দুই নেতার মধ্যে পূর্ব বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
হবিগঞ্জে আওয়ামীলীগের দু গ্রুপে সংঘর্ষ
Wednesday, January 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment