সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টোর ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দল। মিছিলে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে আ.লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে তিন পক্ষের অন্তত শতাধিক আহত হয়েছে।বুধবার পৌনে ২টায় ধর্মপাশা ব্রিজের ওপরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এরমধ্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. অধ্যাপক রফিক চৌধুরী ও ধর্মপাশা থানার ওসি বায়েস আলম গুরুতর আহত হয়েছেন। তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে শতাধিক শর্টগানের গুলি ও পাঁচ থেকে সাত রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
No comments:
Post a Comment