বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে হাউস অব কমন্সের সামনে সমাবেশ

Thursday, January 16, 2014

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে হাউস অব কমন্সের সামনে সমাবেশ


লন্ডন প্রতিনিধি : লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে লন্ডন ভিত্তিক সংগঠন ক্যাম্পেইন ফর দি প্রটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশের (সিপিআরএমবি) প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, বিচার না হওয়ার কারণেই বারবার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় উগ্রপন্থীদের হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। এই হামলা ও নির্যাতন চলছে ১৯৪৭ সালের পর থেকে। এ কারণেই ধর্মীয় সংখ্যালঘুরা নীরবে দেশত্যাগে বাধ্য হচ্ছে।

১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর দেশব্যাপী উগ্রগোষ্ঠীর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের জানমালের নিরাপত্তার দাবিতে বুধবার ১৫ জানুয়ারি লন্ডন সময় সকাল ১১টা থেকে বেলা ১টা এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর সাথে একাত্মতা প্রকাশ করেন বিটিশ এমপি, লর্ডসভার সদস্য, ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার, বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউকে এন্ড ইউরোপ, মাইনরিটি রাইটস কাউন্সিল, শ্রী শ্রী লোকনাথ ভক্ত পরিষদ, হিন্দু প্রগতি সংঘ, আন্তর্জাতিক বৌদ্ধ এসোসিয়েশন, ইউকে আওয়ামী লীগ, জাসদ, কমিউনিস্ট পার্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম ও গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License