ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল সীমান্তে আবার এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Tuesday, January 14, 2014

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল সীমান্তে আবার এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ


মোকাদ্দেস হায়াত মিলন, ঠাকুরগাঁও : মাত্র ৫ দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফজর আলী নামে আরেক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে।

মঙ্গলবার ১৪ জানুয়ারি ভোরে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। ফজর আলী হরিপুর উপজেলার গেদুরা সুন্দরীমোড় গ্রামের ইউসুফ আলী মুন্সির ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, ভোরে জগদল সীমান্তের ৩৭৪/৩ এস পিলার এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১২১ কুকরাদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ফজর আলীকে আটক করে নিয়ে যায়।

৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল জানান, বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তের এপার থেকেই তাকে আটক করে নিয়ে যায়। তাকে ফেরত দেয়ার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ৯ জানুয়ারি ভোররাতে রাণীশংকৈল উপজেলার একই সীমান্তের ৩৭০ পিলার এলাকায় থেকে আলম নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে বিএসএফ ধরে নিয়ে যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License