বিশ্বনাথের গ্রামে গৃহবধূ খুন ॥ বস্তাবন্দি লাশ উদ্ধার ॥ স্বামী-শ্বাশুড়ি-নানা শ্বশুর পলাতক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ইলামের গাঁওয়ে নাসিমা বেগম (১৯) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রেমের বিয়ে হওয়ায় বউয়ের স্বীকৃতি না দিতেই স্বামী, শ্বাশুড়ি আর নানা শ্বশুর মিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে গৃহবধূর পিতা আব্দুর রহিম অভিযোগ করেছেন।
রবিবার সকালে উপজেলার ইলামের গাঁওয়ে নাসিমা বেগমের নানা শ্বশুর আব্দুল মান্নানের বাড়ির পুকুর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় নাসিমা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে। দুপুরে তা ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেণ করা হয়।
নাসিমা বেগমের স্বামী ফখরুল ইসলাম, শ্বাশুড়ি আফিয়া বেগম ও নানা শ্বশুর আব্দুল মান্নান পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, নেত্রকোনার বারহাট্টা উপজেলার দক্ষিণ সেমিয়া গ্রামের রিক্সাচালক আব্দুর রহিম মেয়ে নাসিমা বেগমকে নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে ইলামের গাঁওয়ে আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করছিলেন। একই বাড়িতে আব্দুল মান্নানের নাতি ফখরুল ইসলামও তার মা আফিয়া বেগমকে নিয়ে এখানে বসবাস করছে। এর সুবাদে ফখরুল ইসলামের সঙ্গে নাসিমা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে ছেলের মা ও নানা তা মেনে না নেওয়ায় ৫ মাস পূর্বে আব্দুর রহিম নাসিমা বেগমকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে দেন: কিন্তু ফখরুল ইসলাম ও নাসিমা বেগমের সম্পর্ক ও যোগাযোগ থেকেই যায়। এর পরিপ্রেক্ষিতে স্বামীর বাড়ি থেকে নাসিমা বেগমকে নিয়ে এসে পালিয়ে বিয়ে করে নানার বাড়িতেই উঠে ফখরুল ইসলাম। এভাবে ২ মাস সংসার করার পর নাসিমা বেগমের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment