শীর্ষ নিউজ , চট্টগ্রাম : জেলার পটিয়া জিরি মাদ্রাসার বার্ষিক সম্মেলন জনতার হট্টগোলে পণ্ড হয়ে গেছে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সভাস্থল ত্যাগ করে চলে যেতে বাধ্য হন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে পটিয়াস্থ জমিয়াতুল ইসলামীয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের শুরু হলে ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বেলা ৩টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছেন।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল হালিম বুখারী। তিনি দ্রুত বক্তব্য সমাপ্ত করে মন্ত্রীকে বক্তব্য রাখার সুযোগ করে দেন। মন্ত্রী বক্তব্যের শুরুতেই “বর্তমান সরকার ইসলাম বিরোধী নয়, এ সরকার ইসলামের পক্ষে কাজ করছে । জননেত্রী শেখ হাসিনা ৫ ওয়াক্ত নামাজ পড়েন” এ কথা বলার সাথে সাথে উপস্থিত জনতা শোর, চিৎকার ও হট্টগোল শুরু করে।
এসময় আয়োজকরা বার বার চেষ্টা করেও জনতাকে থামাতে ব্যর্থ হয়। ক্ষুব্ধ জনতা মন্ত্রীকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপের চেষ্টা করলে মন্ত্রী বক্তব্য না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা খোয়াইব জানান, তেমন কোনো সমস্যা হয়নি, মুসল্লিরা একটু ক্ষোভ প্রকাশ করেছিল। পরে পরিস্থিতি শান্ত হয়ে গেছে।
No comments:
Post a Comment