২০ জানুয়ারি জনগণকে অভিনন্দন, ২৯ জানুয়ারি বিক্ষোভ: ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারাই কূল হারিয়েছে’

Wednesday, January 15, 2014

মানবজমিন: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের গণতান্ত্রিক দাবির বিপরীতে ক্ষমতাকে প্রলম্বিত করার নীল নকশার নির্বাচন করা হয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে – কারও কাছে মাথা নত করবো না। এ উক্তি দম্ভের, স্পর্ধার। এ উক্তি হঠকারির। এর ফলাফল শুভ হবে না। গুলশানের কার্যালয়ে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম ফের শুরু হয়েছে। এই সংগ্রামে ব্যর্থতার কোনও ইতিহাস নেই। তাই আমাদের বিজয় অবশ্যম্ভাবী। খালেদা জিয়া দুই কূলই হারিয়েছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কূল হারাইনি। কূল হারিয়েছে তারা যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমাদের আন্দোলন সবসময় জনবান্ধব ছিল। তিনি বলেন, সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রকে অকার্যকর করেছে। ক্ষমতাকে প্রলম্ভিত করা হয়েছে। আমরা ক্ষমা, মহত্ব, উদারতা, সংযম, যুক্তিবাদিতা ও সমঝোতার জন্য বার বার আহ্বান জানিয়েছি। একদলীয় সেচ্ছাচার প্রতিষ্ঠার অপপ্রয়াশের মাধ্যমে আমাদের সেই আহ্বানকে গুরুত্ব দেয়া হয়নি। দেশের মানুষ এ প্রহসন বর্জন করেছে। ৫% লোকও ভোট দিতে যায়নি। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে ৪০% ভোট ঘোষণা করা হয়েছে। এভাবে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের বক্তব্য অরাজনৈতিক, অশালীন ও বেসামাল। তারা গণতন্ত্রকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, রাজনীতিকেও কলুসিত করেছে। এর মধ্যেও জনগণ প্রমাণ করছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয়না। প্রমাণ হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। প্রমাণ হয়েছে, নির্বাচন কমিশন আজ্ঞাবহ। প্রমাণ হয়েছে, দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তাই আমরা জনগণকে অভিনন্দন জানাই। আনুষ্ঠানিকভাবে জনগণকে অভিনন্দন জানাতে সারাদেশে ২০শে জানুয়ারি গণসমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি। ঢাকার সহরাওয়ার্দী উদ্যানেও ওই দিন সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি। আর ২৯ শে জানুয়ারি সারাদেশে বিক্ষোভ দিবস পালণ ও শান্তিপূর্ণ কালোপতাকা মিছিলের কর্মসূচি দেয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License