আমাদের সিলেট ডটকম:
মোগলাবাজারে দুটি শিশু পাওয়া গেছে। শিশু দুটি গতকাল শনিবার বিকেল ৩টায় মোগলাবাজার থানার মোগলাবাজার ইউনিয়নের গোপালগাঁও মসজিদ প্রাঙ্গণে স্থানীয় লোকজন দেখতে পেয়ে গোপালগাঁও গ্রামের সিরাজুল ইসলাম শীর্বর হেফাজতে নেওয়া হয়। শিশু দুটির নামে আনিতা বেগম (৬) ও অনিক (৪)। তারা শুধু পিতার নাম আমির হোসেন ও মাতার নাম লায়লা বেগম বলে জানিয়েছে। পিতা একটি বেকারীতে চাকুরী করেন এবং মা দুবাই প্রবাসী বলে জানায়। তারা সিলেট নগরীর শাহী ঈদগাহ কালা পাথর এলাকায় বসবাস করে। শিশু দুটির সুমি বেগম ও শিপা বেগম নামে আরো দুই বোন রয়েছে। তারা বাসায় অবস’ান করছে।
শিশু দুটি জানায় তার পিতা আমির হোসেন শনিবার বিকেল ৩টায় মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর গ্রামের মাওলানা ছদরউদ্দিনের বাড়িতে পানিপড়া খাওয়ার জন্য নিয়ে আসে। ঐ সময় শিশু দুটি মসজিদের পাশে রেখে পিতা পালিয়ে যায়।স্থানীয় লোকজন শিশু দুটিকে মসজিদের পাশে কাদতে দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা উপরোক্ত কথাগুলো বলে। শিশু দুটি পাওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান ও মোগলাবাজার থানাকে অবহিত করে থানা হেফাজতে দেওয়া হয়।
মোগলাবাজারে দু’টি শিশু পাওয়া গেছে
Saturday, January 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment