আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর শেখঘাট পিছেরমুখ মাছ বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় গত ১৩ জানুয়ারী সোমবার রাতে গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম মিনহাজ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মিনহাজুল ইসলাম মিনহাজ শেখঘাট পিছেরমুখ মাছ বাজার এলাকায় তার মালিকানাধীন ভিডিও গেমস এর দোকানে বসা ছিলেন। রাত ১০টার সময় ৫টি মোটরসাইকেল যোগে ১০/১২জন সন্ত্রাসী দোকানের ভেতরে ঢুকে অতর্কিতে তার উপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় সন্ত্রাসীরা দোকানের কেস বাক্স থেকে নগদ ৪২ হাজার টাকা ও মোবাইল সেট সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত মিনহাজকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টি সেলায় দেয়া হয়ে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত
Tuesday, January 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment