সংরতি মহিলা আসন: সিলেটে মনোনয়ন প্রত্যাশী ডজনখানেক আ’লীগ নেত্রী

Wednesday, January 15, 2014

আমাদের সিলেট ডটকম

দশম জাতীয় সংসদে সংরতি মহিলা আসনে সিলেটের ডজনখানেক নেত্রী মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে রাজধানীতে অবস্থান করছেন অনেকেই।

বুধবার থেকে মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেনে। এই সংগ্রহ চলবে আজ বৃহষ্পতিবারও

সিলেট বিভাগে আওয়ামী লীগের ২জন নেত্রী সংরক্ষিত আসনে এমপি হবেন। ৯ম জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে সৈয়দা জেবুন্নেছা হক ছাড়াও এবং বিএনপি থেকে শাম্মি আকতার এমপি নির্বাচিত হন।

গতকাল দলীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রয়াত ইফতেখার হোসেন শামীমের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন হোসেন ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয়া রুবা গাজী। এছাড়া সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামীগ নেত্রী রুবি ফাতেমা ইসলাম, শমসের নেহার মিনু, সুনামগঞ্জের এডভোকেট শামসুন নাহার শাহানা, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেনা বেগমসহ আরও একাধিক নেত্রী মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানা গেছে।

৯ম জাতীয় সংসদে সৈয়দা জেবুন্নেচ্ছা হক সিলেট বিভাগের আওয়ামী লীগের একমাত্র এমপি হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। এবার দু’জন এমপির সম্ভবনা রয়েছে বলে বিশ্বস্ত সুত্রে জানাগেছে। শারীরিক অসুস্থতার কারণে সৈয়দা জেবুন্নেছা হকের নাম সম্ভাব্য তালিকায় নাও থকিতে পারে।

তবে হবিগঞ্জের রুবা গাজী ও সিলেটের নাজনিন হোসেন, সুনামগঞ্জের এডভোকেট শামসুন নাহার শাহানার নাম সম্ভব্যদের তালিকায় রয়েছে বলে ঐ সুত্র জানিয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License