বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে লস এঞ্জেলসে মানববন্ধন

Wednesday, January 15, 2014

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে লস এঞ্জেলসে মানববন্ধন


altএকুশে নিউজ মিডিয়া, লসএঞ্জেলস, যুক্তরাষ্ট্র : বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে রবিবার ১২ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি অব লস এঞ্জেলস ও আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি অব লস এঞ্জেলসের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সহ সভাপতি সুবর্ণ শঙ্কর নন্দী তাপস বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, মন্দির ও উপাসনালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এ ধরনের সহিংস ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থা সরকার ও সকল রাজনৈতিক দলকে করতে হবে।

আওয়ামী লীগের ভিতরে থেকেও যদি কেউ এই ন্যাক্কারজনক সহিংসতার সাথে জড়িত থাকে তাহলে তাকেও খুঁজে বের করতে তিনি আহ্বান জানান।

একই সাথে তিনি হামলাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটি অব লস এঞ্জেলসের সভাপতি শ্যামল নাথ বলেন, বাংলাদেশে সহিংসতা বন্ধে ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের নিজের ধর্মের প্রতি আস্থা ও গভীর বিশ্বাস থাকলে অন্য ধর্মের প্রতি অবিচার করতে পারে না। ধর্ম মানুষকে সহমর্মী হতে শিক্ষা দেয়। অন্যের সম্পদ অবৈধভাবে ভোগদখলের কথা বলে না। অন্যের উপর হামলা-নির্যাতনের কথা বলে না। অন্য ধর্মের উপর জোর-জুলুমের কথা বলে না।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License