ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ: ভূলন্ঠিত মানবাধিকার ও মৃত গণতন্ত্র পূনরূদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

Friday, January 17, 2014

আমাদের সিলেট ডটকম:

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।

শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ২১ মাস পূর্বে শেখ হাসিনা সরকার বৃহত্তর সিলেটের কৃতি সন-ান জননেতা এম ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে গণতন্ত্রকে গুম করে ভূলন্ঠিত করেছিল মানবাধিকার আর ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে গলাটিপে হত্যা করা হয়েছে বাংলাদেশের তিল তিল করে বেড়ে ওঠা গণতন্ত্রকে। বক্তারা বর্তমান ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, গ্রেফতার, নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ তুলে ভূলন্ঠিত মানবাধিকার ও মৃত গণতন্ত্র পূনরূদ্ধারের সংগ্রামে শরিক হওয়ার জন্য সবাইকে আহবান জানান।


জেলা বিএনপি : বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে সরকার কর্তৃক গুম করার ২১ মাস অতিবাহিত হওয়ায় তাহার সন্ধান কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ১৭ শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (র:) দরগায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে এম ইলিয়াস আলীর আশু সন্ধান কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত এবং পাশাপাশি সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ, এম ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরর আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকোর দীর্ঘায়ু ও সুস’তা, মহানগর বিএনপি’র সভাপতি এমএ হক এর রোগ মুক্তি কামনা করে এবং সর্বোপরি দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত এবং নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপসি’ত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপি’র সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপি’র সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, মহানগর বিএনপি’র সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দীকি খালেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মোঃ ফখরুল হক, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ প্রমুখ।

ফোরাম‘র সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল‘র সভাপতিত্বে এবং ফোরাম‘র সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এমদাদুল হক স্বপন‘র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ফোরাম‘র উপদেষ্ঠা আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন‘র প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর‘র আহবায়ক ও মাহমুদুর রহমান মুক্তমঞ্চ সিলেটের আহবায়ক সালেহ আহমদ খছর্ব, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ফোরাম‘র উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছর্ব প্রমুখ।


ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ : নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলটি সিলেট সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। সিটি পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের সভাপতিত্বে এবং সংগ্রাম পরিষদের সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মুজাহিদ আলী, এডভোকেট আশিক উদ্দিন আশুক, সোনা মিয়া, যুগ্ম সম্পাদক সারওয়ার আহমদ। সভায় বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন মহানগর বিএনপি’র কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছোসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, এডভোকেট শামীম সিদ্দিকী, ময়নুল হক, মাশুক আহমদ, জসিম উদ্দিন, অধ্যাপক আজমল হোসেন রায়হান, সৈয়দ মিনহাজ উদ্দিন মূসা, এনামুল কবির বাদশা, এডভোকেট রুকসানা বেগম শাহনাজ, পাপিয়া চৌধুরী, সালেহা কবির শেপী, শহিদ আহমদ চেয়ারম্যান, লিলু মিয়া চেয়ারম্যান প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরামঃ মহানগর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজ বাংলাদেশের মানুষ ইতিহাসের নিকৃষ্ট স্বৈরশাসকের মুখোমুখি, এদেশের ইতিহাসে বাকশাল নামক যে নিকৃষ্ঠ অধ্যায় শুর্ব হয়েছিল সেই অধ্যায়কে অতিক্রম করে আজকের নব্য বাকশাল মানুষের সকল মৌলিক অধিকার কুৰিগত করেছে। এই সরকারের কাছে মানুষ এবং মানবতার কোন মূল্য নেই তাই আমাদের প্রাণের নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ সকল গুম কৃত ও কারাবন্দি দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফিরে পেতে এই স্বৈরাচারী সরকারের কাছে আর কোন আবদার নয় তাদেরকে ইতিহাসের কলঙ্কজনক পতন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফিরিয়ে আনতে হবে। অবিলম্বে দৈনিক আমার দেশ, দৈনিক ইনকিলাব‘র প্রকাশনার অনুমতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের দল নিরপেৰ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষিদের শাস্তির আওয়তা আনতে হবে। দেশব্যাপী সংখ্যালঘূদের উপর হামলাকারীদের সুষ্ট তদন্ত মাধ্যমে দৃষ্ঠান্ত মূলক শাস্তি প্রদান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী‘র সন্ধান এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে “জগন্নাথপুর ও দৰিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম,সিলেট”র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বালাগঞ্জ বিএনপিঃ সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার বলেছেন, আওয়ামী বাকশালী সরকার সিলেট তথা দেশকে নেতৃত্বশূন্য করতে সিলেটের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। ২১ মাস অতিবাহিত হলেও সরকার ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়নি। জনগণ আর বরদাশত করবে না। অনতিবিলম্বে অক্ষত অবস্থায় জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরিয়ে দিতে হবে। নতুবা এই সরকারকে কঠোর পরিণতি বরণ করতে হবে। গতকাল শুক্রবার ইলিয়াস আলী গুমের ২১ মাস অতিবাহিত হওয়া উপলক্ষে ও অক্ষত অবস্থায় ফিরে পেতে বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার । মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সা’দ উদ্দিন আহমদ। মাহফিলে ইলিয়াস আলীর সুস’তা, দীর্ঘায়ু ও ফিরে পেতে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গেদাই মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল মিয়া মেম্বার, দেওয়ান বাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License