তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক অমল সেনের মৃত্যুবার্ষিকী পালিত ॥ মেননের শ্রদ্ধাঞ্জলি

Friday, January 17, 2014

তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক অমল সেনের মৃত্যুবার্ষিকী পালিত ॥ মেননের শ্রদ্ধাঞ্জলি


altনড়াইল প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তে-ভাগা আন্দোলনের অগ্রপথিক অমল সেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ১৭ জানুয়ারি নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ী বহুমুখী বিদ্যালয় চত্বরে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিকেল ৩টা ৫ মিনিটে অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়া অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বিকেলে আলোচনা সভা, সন্ধ্যায় আবৃতি, গণসঙ্গীত, গণনাটক ও গণসংগ্রাম ভিত্তিক চলচ্চিত্র প্রদশর্নী এবং দুদিনব্যাপী লোকজমেলার আয়োজন করা হয়েছে।

কমরেড অমল সেন ২০০৩ সালের এ দিনে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়ায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের জমিদার বংশের এই সন্তান আজীবন খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License