দ্রুত দুই দলকে দ্রুত সংলাপে বসতে কূটনীতিকদের তাগিদ

Thursday, January 16, 2014




শীর্ষ নিউজ, ঢাকা : চলমান সংকট নিরসনে দ্রুত দুই দলকে সংলাপে বসার জন্য কূটনীতিকদের পক্ষ থেকে আবারো তাগিদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল চারটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের এ তাগিদের কথা জানান।


তারা জানান, সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন যেসব দলের অংশগ্রহণে হয়নি, সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। তাছাড়া এ নির্বাচন সম্পর্কে আন্তর্জাতিক মহলের গ্রহণযোগ্যতা নিয়ে যে বিতর্ক রয়েছে, সেটিও সরকারের জানা আছে।


কূটনীতিকরা জানান, আমরা আমাদের মতামত জানিয়েছি। বলেছি, বর্তমান সংকট নিরসনে দু’পক্ষকেই দ্রুত সংলাপের উদ্যোগ নিতে হবে।


এর আগে বিকাল সাড়ে তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। নির্বাচনোত্তর দেশের সার্বিক পরিস্থিতি অবহিত করতে এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হতাশা কাটাতেই ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিমন্ত্রী।


বৈঠকে প্রায় সব ক’টি দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন।









Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License