আমাদের সিলেট ডটকম:
কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা শামীম আহমদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. শাহ আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. মুজিবুর রহমান, যুবলীগ নেতা মো. আনোয়ার হোসেন বাবু, মো. আব্দুল আলী, ডা. ওয়াহিদ রেজা, ডা. ওবাইদুল হক, নুর হোসেন, মরম আলী, হোসেন মিয়া, জাফর আহমদ, রুহেল আহমদ, হিরা মিয়া, মীর কালা মিয়া, আকরাম হোসেন, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, হানিফ মিয়া, তারেক আহমদ, রমজান আলী, গোলাম কিবরিয়া, কাওছার আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা শামীমের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুমকী দেন। তারা বলেন, দীর্ঘদিন যাবত শামীম নিজেকে যুবলীগ নেতা দাবি করে ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত (বাংকার) এলাকায় লুটপাট চালাচ্ছে। এতে যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যুবলীগ নেতারা বলেন, শামীমকে গ্রেফতার করা হলে পাথর কোয়ারী এবং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
কোম্পানীগঞ্জে শামীমের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
Wednesday, January 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment