আমাদের সিলেট ডটকম:
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র মেধাবী শিৰার্থী অমিয় ভৌমিক‘র উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ইউনিভার্সিটির সমানে শিৰাক ও শিৰার্থীদের মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ইউনিভার্সিটির শিৰার্থী সত্যজিৎ অধিকারী‘র সভাপতিত্বে ও মুমিনুল বখত সানীর পরিচালনায় মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জওহর লাল দাস, আইন বিভাগের শিৰক হুমায়ুন কবির, ব্যবসা প্রশাসন বিভাগের শিৰক বশির অঅহমদ, বিশ্ববিদ্যালয় শিৰার্থী সাগর হোসেন, বাপ্পী আহমেদ, রণি দাস, রাজীব দেবনাথ, রায়হান আহমেদ, আহমেদ ফরহাদ, টুটন পাল, নাইম চৌধুরী, রাজ্জাক খান, রাজীব দাস, মইনুল ইসলাম, রণি মোদক, সুবরি দাস, রাহেল ইসলাম, হাবিব খান, রণি আহমদ, বাপ্পী দেবনাথ, আখলাক মিয়া ফখর্বল আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিৰার্থীবৃন্দ।
বক্তারা বলেন, দিরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিৰার্থী অমিয় ভৌমিকের উপর হামলাকারী সন্ত্রাসী সন্দীপ দাস ও সজীব দাসকে গ্রেফতার করুণ। অন্যথায় কলেজের সাধারণ শিৰার্থীরা আরো কঠোর আন্দোলন সংগ্রামের দিকে অগ্রসর হতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়ের শিৰক ও শিৰার্থীরা দাবী করেন এরা দুজন তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে সব সময় বখাটে আচরণ করে এমনকি কলেজের মেয়েদের সাথে ইভটিজিং সহ নানা অপকর্ম করে আসছে তারা। তাদের বির্বদ্ধে এখনি কোন ব্যবস্থা না নিলে তারা এই সব অপকর্ম‘র দিকে ক্রমেই অগ্রসর হবে। তাই তাদের বির্বদ্ধে অবিলম্বে আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই মানব বন্ধন কর্মসূচি থেকে অনুরোধ জানাচ্ছি।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র শিৰার্থী অমিয় ভৌমিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন
Saturday, January 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment