আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চিরায়ত বাংলার প্রায় দুইশত বছরের ঐতিহ্য বার্ষিক ‘পলো বাওয়া উৎসব’ পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক এই ‘পলো বাওয়া উৎসব’ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের পশ্চিমের দরং বিলে গত মঙ্গলবার ও গতকাল বুধবার গোয়াহরি গ্রামের পূর্বের ডুবি বিলে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক, কৃষক, সৌখিন প্রবাসীসহ এলাকার বিভিন্ন পেশার শত শত মানুষ। অংশগ্রহনকারি সবাই ১-২টি করে মাছ ধরে আনন্দ-চিত্তে বাড়ি ফিরেছেন। শিকারকৃত মাছের মধ্যে বোয়াল, সৌল, গজার, কার্পো, কালিবাউস সহ বিভিন্ন জাতের মাছ বেশী ছিল।
এদিকে, গোয়াহরি গ্রামের ঐতিহ্যবাহী এই বার্ষিক ‘পলো বাওয়া উৎসব’ কে কেন্দ্র করে উৎসবে অংশ নিতে গ্রামের অনেক প্রবাসী দেশে এসেছেন। এমনকি বিয়ে হয়ে যাওয়া অনেক নারী বাবার বাড়িতে এসেছেন-কেবল এ উৎসবে শামিল হতে। তবে পলো বাওয়া উৎসবের আনন্দটা যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মাঝেই একটু বেশি আনন্দের। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইয়ের হাত ধরেই এসেছে উৎসবে শরিক হতে।
জানা যায়, এলাকার লোকজন প্রায় দুইশত বছর ধরে গোয়াহরি গ্রামের পার্শ্ববর্তী এসব বিলে “পলো বাওয়া উৎসব” পালন করে আসছেন। শীত মৌসুমে এলাাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন। প্রতি বছর বাংলা মাঘ মাসের পহেলা এ উৎসব পালিত হয়। পলো বাওয়াকে কেন্দ্র করে বিলের পার্শ্ববর্তী গ্রামে গত কয়েকদিন ধরে উৎসবের আমেজ বিরাজ করছিল। পলো বাওয়া উৎসবে অংশ নিতে গত মঙ্গলবার ও গতকাল বুধবার সকাল ৮টা থেকে গোয়াহরি গ্রামের সৌখিন মানুষ দল বেঁধে মাছ ধরার সরঞ্জাম নিয়ে বিলের পাড়ে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বিলের পাড়ে লোকসমাগম বাড়তে থাকে। সকাল ১০টায় সবাই এক সাথে বিলে নামেন। শুরু হয় ‘ঝপ্ ঝপ্ শব্দে’ পলো বাওয়া। বেলা ২টা পর্যন্ত পায় ৪ ঘন্টাব্যাপী এ পলো বাওয়া উৎসবে সব বয়সী পুরুষ অংশ নেন। এ দৃশ্য উপভোগ করতে বিলের পারে শিশু, বৃদ্ধ সবাই হাজির হন। পলো বাওয়া উৎসবে কোন একজন একটি মাছ ধরার সাথে সাথে অন্যান্যরা আনন্দ মনে চিৎকার করে উঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যারা উৎসবে অংশ নিয়েছেন তারা যার যার পলো নিয়ে বিলের পাড়ে অপেক্ষা করেন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্ধারিত সময়ে এলাকার একজন প্রবীণ মুরব্বি চিৎকার করে হাঁক ডাকেন এবং সাথে সাথে মুহূর্তের মধ্যে মাছ শিকার করতে নিজ নিজ পলো নিয়ে বিলের পানিতে ঝাপিয়ে পড়েন লোকজন। এসময় মাছ ধরার এ দৃশ্যটি উপভোগ করতে বিলের পারে ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ বয়সের লোকজন, দূর থেকে আসা অনেকের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ উৎসবে যোগ দেন শতশত মানুষ। এই পলো বাওয়া দেখতে আশপাশের গ্রামের লোকজন সকাল থেকেই ছোট ছোট দল বেঁধে আসতে থাকেন গোয়াহরি পশ্চিমের দরং বিল ও পূর্বের ডুবি বিলে।
এলাকাবাসী জানান, প্রায় দুইশ’ বছর ধরে এলাকার লোবজন ‘পলো বাওয়া উৎসব’ পালন করে আসছেন। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন। তাদের কাছে পলো বাওয়া উৎসব খুব মজার বিষয়।
ঐতিহ্যবাহী এ ‘পলো বাওয়া উৎসব’ দেখতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা উৎসুক জনতা জানান, আমরা পলো বাওয়া উৎসব দেখতে এসেছি। আমাদের খুব ভাল লাগে পলো বাওয়া দেখতে। আমাদের কাছে পলো বাওয়া উৎসব খুব মজার বিষয়। শত ব্যস্ততার মধ্যেও আমরা এ উৎসব দেখতে আসি। গ্রামবাসী কয়েক যুগ ধরে এ উৎসব পালন করে আসছেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, এটি তাদের পুরনো ঐতিহ্য। প্রতিবছর উৎসবের মাধ্যমে পলো দিয়ে মাছ শিকার করা হয়। এতে আলাদা আনন্দ পাওয়া যায়।
পলো বাওয়া উৎসব দেখতে আসা শিশু আরাফ হোসাইন বলে, ‘আমি আব্বার লগে মাছ ধরাত আইছি। ইকানো আইয়া আমার ভালা লাগে। আমি বড় অইলে আব্বার মতো বড় বড় মাছ ধরমু।’
ব্যবসায়ী আবদুস সোবহান বলেন, আমরা প্রায় ২ শ’ বছর ধরে এ উৎসব পালন করে আসছি। আমাদের পূর্ব পুরুষের ঐতিহ্য ধরে রাখবে গ্রামবাসি চিরদিন-চিরকাল।
দুইশত বছরের পুরানো ঐতিহ্য বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বার্ষিক ‘পলো বাওয়া উৎসব’ পালিত ঝপ্ ঝপ্ শব্দে মূখরিত ‘দরং বিল ও ডুবি বিল’
Wednesday, January 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment