আমাদের সিলেট ডটকম:
অনেক নাটকীয়তার মধ্যদিয়ে মৌলভীবাজার-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করার পর মৌলভীবাজারে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল করে সাধারন মানুষ ও নেতাকর্মীরা।
রোববার বিকেলে নব নির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহন অনুষ্ঠান দেখতে সৈয়দ মহসীন আলীর বাড়িতে টেলিভিশনের সামনে ভীড় জমান মৌলভীবাজারের আওয়ামী সমর্থকসহ সাধারন মানুষ। টিভির পর্দায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর জেলা শুরু হয় মিষ্টি বিতরণ। মনত্রী হওয়ার খবরে পুরো শহর জুড়ে বইতে থাকে আনন্দের বন্যা। পরে তাৎক্ষিনিক একটি আনন্দ মিছিল বের করেন দলীয় সমর্থকেরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলার উন্নয়নে শুরুত্বপূর্ন পদক্ষেপ নিবেন এই নবনির্বাচিত মন্ত্রী- এমন প্রত্যাশা সাধারন মানুষের।
উলেখ্য, সৈয়দ মহসীন আলী গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক অর্থ ও পরিকল্পনা এম সাইফুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে মৌলভীবাজার পৌরসভার তিন বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে ইতোপূর্বে গত ৫ বৎসর আওয়ামী লীগ সরকারের সময় জেলা সদরের প্রতিটি সরকারী কমিটির সভাপতি সৈয়দ মহসীন আলীর পদ দখল করে নেন চীফ হুইপ। জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত পাচঁ বছরেও জেলা কমিটি নিয়ে একটি সভা করতে পারেননি হুইপ।
সৈয়দ মহসীন আলী সমাজকল্যান মন্ত্রী নিযুক্ত হওয়ায় মৌ’বাজারে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
Sunday, January 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment