আমাদের সিলেট ডটকম:
নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ ৪৬জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত মহানগরীর ৬ থানা ও জেলার ১১টি থানায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-সহকারী কমিশনার ও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আয়ুব জানান, এসএমপি এলাকায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ শিবিরকর্মী ও ২ বিএনপি কর্মী ছাড়াও ৮ ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালী থানায় ২ জন, জালালাবাদ থানায় ৬ জন, এয়ারপোর্ট থানায় ২ জন, দক্ষিণ সুরমা থানায় ২ জন, মোগলাবাজার থানায় ১, শাহপরাণ থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী আব্দুল কাইয়ুম গাজী জানান, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলা পুলিশের আওতাধীন ১১ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ দলীয় জোটের কয়েকজন নেতাকর্মীসহ ২৯জনকে গ্রেফতার করে।
জামায়াত-বিএনপি নেতাকর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
Sunday, January 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment