আমাদের সিলেট ডটকম:
গৌরব ও অহংকারের প্রতীক সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব। ইতিমধ্যে ক্লাবটি ৩০ বছর অতিক্রম করেছে। পা রেখেছে ৩১ বছরে। মফস্বল এলাকায় এ ক্লাবটি দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ ক্লাবের সাংবাদিকরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন। লন্ডন-বাংলা প্রেসক্লাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত সোমবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন।
প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও মাসিক দর্পণ সম্পাদক মো. রহমত আলী, সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক জাকির হোসেন কয়েছ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, মোহাম্মদ আলী শিপন, সদস্য আব্দুস সালাম মুন্না, রফিকুল ইসলাম কামাল, আবুল কাশেম প্রমুখ।
সভায় আগামী ২৯ জানুয়ারী ৩০ বছর পূতি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কুতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। বিকেল ৪টায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান। এতে উপজেলা সর্বস্থরের সবাইকে অনুষ্ঠানে অংশ গ্রহনের আহবান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
৩০ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময়:গৌরব ও অহংকারের প্রতীক ‘বিশ্বনাথ প্রেসক্লাব’
Wednesday, January 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment