বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পদে ৩য় বারের মতো শপথ নিলেন শেখ হাসিনা। রবিবার বেলা ৩টা ৩৫মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট এ শপথবাক্য পাঠ করান। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার শপথ গহণের পর ২৯ জন মন্ত্রী শপথ গহণ করেন। এরপর ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী শপথ গহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এডভোকেট। পরবর্তী সরকারের জন্য নতুন পুরাতন মিলে মোট ৪৯ সদস্য এ শপথ পাঠ করলেন। আজই মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করা হবে বলে জানা যায়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন। মন্ত্রী পদে শপথ গহণ করেন- আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, সায়েদুল হক, এমাজ উদ্দিন প্রাং, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মুজিবুল হক, আসাদুজ্জামান নূর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, শামসুর রহমান শরীফ, কামরুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, অধ্যক্ষ মতিউর রহমান, মহসিন আলী। প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন- মজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক। এছাড়া যারা উপমন্ত্রী হলেন- আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়। প্রসঙ্গত, শনিবার নতুন মন্ত্রিসভার তালিকা অনুমোদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টির (জেপি) শীর্ষ নেতারা নতুন মন্ত্রিসভায় রয়েছেন। গত ৫ জানুয়ারি রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বুধবার বেলা সোয়া ২টার দিকে নির্বাচনে ২৯০ আসনে বিজয়ী প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন ও নির্বাচিত ১৩৯ জনের নামের তালিকা দিকে প্রকাশ করা হয়। এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোট মন্ত্রিদের শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছে। বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন। গত ৫ জানুয়ারি রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বুধবার বেলা সোয়া ২টার দিকে নির্বাচনে ২৯০ আসনে বিজয়ী প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৩ জন ও নির্বাচিত ১৩৯ জনের নামের তালিকা দিকে প্রকাশ করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment