শীর্ষ নিউজ, ঢাকা : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন আর নেই।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে মধ্য কলকাতার ওই হাসপাতালে ভর্তি হন তিনি। ফুসফুসে সংক্রমণের পাশাপাশি তাঁর হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় ২৯ ডিসেম্বর রাতে তাঁকে আইটিইউ-এ স্থানান্তরিত করা হয়।
মহা নায়িকা সুচিত্রা সেন বাংলাদেশে পাবনার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা করুণাময় দাশগুপ্ত এবং মায়ের নাম ইন্দিরা দাশগুপ্ত।
যদিও তিনি আজ সুচিত্রা সেন নামে পরিচিত, কিন্তু শৈশবে তার নাম ছিল রমা দাশগুপ্ত। রমা ছিলেন সংসারে পঞ্চম সন্তান এবং তৃতীয় কন্যা।
১৯৪৭ সনে কলকাতায় গিয়েই সুচিত্রার বিয়ে হয়ে যায় দিবানাথ সেনের সাথে। শ্বশুরবাড়ি থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সেন’ উপাধি। রমা দাশগুপ্ত হয়ে যান রমা সেন।
No comments:
Post a Comment