সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের ওপর জুতা নিক্ষেপ

Thursday, January 16, 2014

শীর্ষ নিউজ, চাঁদপুর : নিজ এলাকায় একটি বার্ষিক মাহফিলে জুতা নিক্ষেপের শিকার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। পরে পুলিশি নিরাপত্তায় তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও জুতা নিক্ষেপকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।


বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে কচুয়া উপজেলার উজানী বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে।


পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।


স্থানীয়রা জানায়, কচুয়া উপজেলার উজানীর বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিতে গেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে লক্ষ্য করে হাজার হাজার মুসল্লী জুতা নিক্ষেপ করে। মন্ত্রী ওয়াজ মাহফিলের মঞ্চে উঠলে হাজার হাজার মুসল্লী অসংখ্য জুতা নিক্ষেপ করে।


এ সময়ে তারা একযোগে ‘নাস্তিক’ ও ‘খুনী’ বলে সমস্বরে শ্লোগান দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে উঠায়। তখন উত্তেজিত মুসল্লীরা ড. মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ২টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ প্রহরায় দ্রত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।


পুলিশ সুপার মো. আমির জাফর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ড. মহীউদ্দীন খান আলমগীর ওই এলাকা ত্যাগ করেছেন।


উল্লেখ্য, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্বাচনী এলাকা কচুয়া। স্থানীয়রা জানান, উজানীর ওয়াজ মাহফিলে এবার লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License