‘টক অব দ্যা টাউন’ – উপাধ্যক্ষ শহীদের পদপ্রাপ্তি নিয়ে মৌলভীবাজারে নানা জল্পনা

Friday, January 17, 2014

আমাদের সিলেট ডটকম:

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যন- ধারাবাহিকভাবে ৫ বার মৌলভীবাজার-৪ আসনে সাংসদ নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ এম এ শহীদ। একবার বিরোধী দলীয় চীফ হুইপ ও সর্বশেষ সরকার দলীয় চীফ হুইপ নির্বাচিত হন। এবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ গঠন হলে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলীকে সমাজ কল্যাণ মন্ত্রী নির্বাচিত করা হয়। এর পর থেকে মৌলভীবাজারে সর্বত্র জল্পনা চলছে, ১০ম সংসদে কি পদ পাচ্ছেন ৫ বারের এই সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দ মহসীন আলীকে সমাজকল্যাণ মন্ত্রী মনোনীত করেন। এ ঘটনায় মৌলভীবাজার পৌরসভার তিন বারের চেয়ারম্যান সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী এমপি পূর্ণ মন্ত্রী হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে মৌলভীবাজারের ৭টি উপজেলার তৃণমূল নেতাকর্মীরা খুশীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

মৌলভীবাজার আওয়ামী লীগে বরাবরই হুইপন্থী ও হুইপ বিরোধী- দুটি ধারা বহমান। গত ৫ বছরে উপাধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে নানা অভিযোগ ইতোমধ্যে তুলেছেন তার বিরোধী শিবিরের দলীয় নেতাকর্মীরা। গত নির্বাচনে স্ত্রীর সম্পদ বৃদ্ধি, স’ানীয় প্রশাসনে হুইপের ভাই কর্তৃক প্রভাব বিস-ার, চা শ্রমিকদের লেবার হাউজ দখল ইত্যাদি নানা অনিয়মের বিষয় জনসমক্ষে আনার চেষ্টা করেছেন হুইপ বিরোধীরা। অনেকে মনে করছেন, এসব বিষয় দলীয় হাই কমান্ডের দৃষ্টি গোচর হওয়ায় এবার কাঙ্খিত পদ নাও পেতে পারেন উপাধ্যক্ষ শহীদ।

তবে, হুউপ অনুগামীদের মতে, ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপাধ্যক্ষ আব্দুস শহীদের অবস’ান আরো সুসংহত হয়েছে। ফলে, মন্ত্রীর মর্যাদার আসন হুইপের জন্য নিশ্চিত বলে আশাবাদী তারা।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান বলেন, দেখা যাক সব শেষে কি হয় ? তবে তিনি বলেন, সব কিছু নির্ভর করছে নেত্রী শেখ হাসিনার উপর। তাদের বিশ্বাস শেখ হাসিনা উপাধ্যক্ষ এমএ শহীদকে অবশ্যই ভাল একটি পদে মনোনীত করবেন।

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারন সম্পাদক রাম ভজন কৈরী প্রতিক্রিয়ায় বলেন, সৈয়দ মহসীন আলী পূর্ণ মন্ত্রী হওয়ায় সাধারন মানুষজনের পাশাপাশি ও চা শ্রমিকদের আশা আকাংখার প্রতিফলন হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License