দক্ষিণ সুরমায় এক ব্যক্তির ২ লাখ টাকা ছিনতাই

Wednesday, January 15, 2014

আমাদের সিলেট ডটকম:

দক্ষিণ সুরমায় ছিনতাইর শিকার হয়েছেন ফেঞ্চুগঞ্জ সার কারখানার এক শ্রমিক।

ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিয়েছে ২ লাখ টাকা।বুধবার বিকেল ৪টার দিকে কীন ব্রীজের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।

ছিনতাইর শিকার ফেঞ্চুগঞ্জ সার কারখানার শ্রমিক আব্দুর রব (৫৫) জানান, বিকেলে তিনি লালদীঘিরপাড়ে ইসলামী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে হেঁটে দক্ষিণ সুরমার দিকে যাচ্ছিলেন। কীন ব্রীজের দক্ষিণ প্রান্তে পৌছালে ৩/৪টি মোটর সাইকেল আরোহী কয়েক জন যুবক তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র ঠেকায় আব্দুর রবের গলায়। এরপর তার হাতের ব্যাগে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আব্দুর রব চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসতে থাকেন। ফলে, ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় পথচারীরা এক মোটর সাইকেল আরোহী যুবককে ঝাপটে ধরলে ঐ যুবক মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন সামন্ত জানান, ঘটনার খবর তিনি পেয়েছেন। তবে, রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ নিয়ে যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License