মাতৃভাষা দিবসের চেতনাকে সমুন্নত রাখতে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাভাষাকে রক্ষা করতে হবে -আনোয়ারুল ওয়াদুদ টিপু

Friday, February 21, 2014

আমাদের সিলেট ডটকমঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ার্বল ওয়াদুদ টিপু বলেছেন, বাংলাদেশের তর্বণ প্রাণ তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য অকাতরে জীবন দেয়ার যে নজির স’াপন করেছে তা বিশ্বের ইতিহাসে বিরল। এ ঘটনা একদিকে যেমন আমাদের জন্য গর্বের্র অন্যদিকে তেমনি জালেম অপশক্তির সামনে মাথা নত না করার প্রেরণা। ৫২’র একুশে ফ্রেব্রুয়ারীতে শাসকগোষ্ঠীর অন্যায় সিদ্ধানে-র বির্বদ্ধে তর্বণ ছাত্রসমাজ ফুঁসে উঠেছিল আর তাঁরা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে অধিকার আদায় করেছিল। তাই একুশ আমাদের জন্য প্রেরণার উত্‌স। সকল অন্যায়-অবিচারের বির্বদ্ধে আপসহীনতার শিক্ষা দেয় একুশে ফ্রেব্রুয়ারী। আজ আমাদের প্রানপ্রিয় বাংলাভাষা বিজাতীয় আগ্রাসনের শিকার। একুশে ফেব্রুয়ারীর চেতনাকে সমুন্নত রাখতে হলে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাভাষাকে রক্ষা করতে হবে।

তিনি শুক্রবার ২১ ফেব্রুয়ারী আন-র্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নগর সেক্রেটারী মু.আব্দুর রাজ্জাক এর পরিচালনায় এসময় উপসি’ত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ, কোতয়ালী পূর্ব থানা সভাপতি শামসুর রহমান জাবাল, জালালাবাদ থানা সভাপতি হাফিজ বদর্বল হাসান চৌধুরী, আলীয়া মাদ্রাসা সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

এসময় তিনি আরও বলেন, বর্তমান জালেম সরকার ভাষার মাসে ডাকসুর সাবেক জিএস, ভাষাসৈনিক জামায়াতের সাবেক আমির বয়োবৃদ্ধ অধ্যাপক গোলাম আযমকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করার পাশাপাশি একুশে ফেব্রুয়ারিকেও অপমান ও অপদস’ করে চলেছে। তিনি অবিলম্বে এই ভাষা সৈনিকের মুক্তি দাবী করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License