বিশ্বনাথের মানুষ কে বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাবনা -নিজাম উদ্দিন সিদ্দিকী

Sunday, February 16, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথে পৃথক গণসংযোগ, সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী বলেছেন, বিশ্বনাথের মানুষ কে বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাবনা। আমার কোন লাল পাসপোর্ট নেই। বঞ্চিত-অবহেলিত এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করব। গরীব. দুঃখী, অসহায় মানুষের নিয়েই আমার আমার রাজনীতি। ১৯ তারিখের নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে উপজেলাবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান।

বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নিজামউদ্দিন সিদ্দিকী রোববার উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও সমাবেশ এসব কথা বলেন।

সকালে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নে জানাইয়া গ্রামে গণসংযোগ, সুড়িরখাল গ্রামে গণসংযোগ সমাবেশ, বিশ্বনাথ পুরান ও নতুনবাজারে গণসংযোগ, উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে ও রামপাশায় গণসংযোগ-সমাবেশ, দৌলতপুর ইউনিয়নের হাবড়াবাজারে গণসংযোগ সমাবেশ, লামাকাজি ইউনিয়নের হাজারীগাঁও গ্রামে সমাবেশ করেন।

পৃথক গণসংযোগ ও সমাবেশ বক্তব্য রাখেন হাজী জমসেদ আলী, ফখরুল ইসলাম খান, আক্তার হোসাইন, জুয়াদ আলী, কাওছার আহমেদ, আব্দুর রহিম, আখছ আলী, সুন্দর আলী, সাঈমউদ্দিন, প্রভাষক মুফতি ইসলামুদ্দিন, হাজী আব্দুন নূর, হাফিজ আব্দুল কাইয়ুম প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License