আমাদের সিলেট ডটকম :
৪র্থ উপজেলা নির্বাচনের ১ম ধাবে সিলেট বিভাগের ১২টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে শুরু হওয়া ভোট-গ্রহণ চলাকালে কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, বিশ্বনাথ ও গোয়াইনঘাটে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনার খবর পাওয়া গেছে। এছাড়া, জাল ভোট প্রদানকালে জকিগঞ্জে এক জনকে আটকের খবর পাওয়া গেছে।
তবে, সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। প্রায় প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োজিত আছেন।
বিশ্বনাথ থেকে সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ জানান, ভোটার তালিকায় নাম বাছাইকে কেন্দ্র করে সকালে খাজাঞ্চি ইউনিয়নের একটি কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্টের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে, আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি বেশিদূর গড়ায়নি। নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদী লুনা রামধানা কেন্দ্রে ভোট দিয়েছেন দুপুরে। প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। তবে, কয়েকটি স্থানে সরকার দলীয় লোকজন কেন্দ্রে অবস্থান নিয়ে জটিলতা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী।
গোয়াইনঘাট থেকে সাংবাদিক মনজুর আহমদ জানান, উপজেলার আলীর গাঁও ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ভাজ করা নিয়ে দুই এজেন্টের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে এই কেন্দ্রে প্রায় আধ ঘণ্টা উত্তেজনা বিরাজ করে।
জৈন্তাপুর থেকে সাংবাদিক নুরুল ইসলাম জানান, উপজেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থেকে সাংবাদিক সিরাজুল ইসলাম জানান, উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে সিলেটী ও নন সিলেট ইস্যুকে ঘিরে ভোটারদের মাঝে আগে থেকেই নির্বাচন কেন্দ্রিক ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
জকিগঞ্জ থেকে সাংবাদিক বদরুল হক খসরু জানান, জকিগঞ্জেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে, সকালে জাল ভোট দেয়ার অভিযোগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের তৈয়ব আলী মাদ্রাসা কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অভিযোগে এক যুবককে আটক করে আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে, উপজেলায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে জানা গেছে।
সিলেট বিভাগের ১২ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ ভোটার উপস্থিতি কম : জকিগঞ্জে আটক ১, গোয়াইনঘাট ও বিশ্বনাথে উত্তেজনা
Wednesday, February 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment