একুশে পদক তালিকা থেকে রামকানাই দাসের নাম প্রত্যাহার দাবি ॥ অভিযোগ তথ্য বিকৃতির
নিজস্ব প্রতিবেদক : এবারের একুশে পদক তালিকা থেকে তথ্য বিকৃতি ও মিথ্যাচারের দায়ে আদালত কর্তৃক অভিযুক্ত রামকানাই দাসের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগ সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হাসান বান্না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হিমাংশু বিশ্বাস, সহ সভাপতি প্রিন্স সদরুজ্জামান, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্রদাস ভট্টচার্য বাপ্পু, দফতর সম্পাদক আহমদ আলী ও প্রয়াত বিদিত লাল দাসের ছেলে বিশ্বদীপ লাল দাস। এছাড়া প্রবাসী শিল্পী হিমাংশু গোস্বামী মোবাইল ফোনে সংবাদ সম্মেলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত পুরো বক্তব্য প্রকাশ করা হলো।
মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী দেশমাতৃকার যেসব কৃতি সন্তান নিজেদের জীবনের উজ্জ্বলতম দিনগুলো দেশ ও জাতির জন্যে উৎসর্গ করেন, যারা সততা ও নিষ্ঠাকে সযত্নে ধারণ করেন বুকে, যাদের মেধা এগিয়ে নেয় সমাজকে, যাদেরকে অনুসরণ করে নতুন প্রজন্ম সঠিক জীবনের সন্ধান পায় রাষ্ট্র তাদেরকে সম্মানিত করে। প্রদান করে সম্মাননা। বাংলাদেশে এই রাষ্ট্রীয় সম্মাননার একটি হচ্ছে একুশে পদক, যা আমাদের অস্তিত্বের প্রতীক মহান ভাষা আন্দোলনর স্মৃতির স্মারক। প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে একুশে পদক পদান করা হয়। এবারো দেয়া হবে। এ জন্যে ইতোমধ্যে নাম ঘোষণা করা হয়েছে।
No comments:
Post a Comment