সিলেটসহ সারা দেশে কড়া নিরাপত্তায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক : প্রথমদফা উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১২টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে ভোটগ্রহণ চলছে।
কড়া নিরাপত্তায় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বিকেল ৪টায় ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় উপস্থিত সবার ভোট যত সময়ই লাগুক নেয়া হবে।
সিলেট জেলার ৬টি উপজেলায় ৩শ ৫৯টি ভোটকেন্দ্রে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ চলছে। উপজেলাগুলো হলো বিশ্বনাথ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ। এই ৬টি উপজেলায় মোট ভোটার ৭ লাখ ৮৬ হাজার ৭শ ২৬ জন। সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা রয়েছে। এ জন্যে ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কোন কোন কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব বেশি। আবার কোন কোন কেন্দ্রে উপস্থিতি কম। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে।
সিলেট জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর পর্যন্ত কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।
পূর্ববর্তী খবর পড়তে খবরাখবর বিভাগে ক্লিক করুন।
চলমান ছবিতে ক্লিক করে ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment