আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারে পৌর ছাত্রদল নেতা মিলাদ হত্যাকান্ডের ঘটনায় ১১ জনকে আসামী করে মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মিলাদের ছোট ভাই বাবলু আহমদ বাদী হয়ে শুক্রবার বিকেলে মামলাটি দায়ের করেন।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা বিএনপির সাধারণ সমপাদক ও কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সমপাদক বেগম খালেদা রব্বানীর গ্র্বপের নেতাকার্মীদের নাম উলেৱখ করে অভিযোগটি দায়ের করে নিহতের ভাই। জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলকে প্রধান আসামি করে সারওয়ার মজুমদার ইমন, গাজী মার্বফ, তপোধীর রায় বুরণ, খয়র্বল, সাগর ও ওয়াহিদসহ ১১জনকে আসামী করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাশেম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উলেৱখ্য, বৃহসপতিবার ভোর রাতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান গ্র্বপের ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম মিলাদ (২৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে জেলা বিএনপি সাধারণ সমপাদক বেগম খালেদা রব্বানীর অনুসারী ছাত্রদল গ্র্বপকে দায়ী করে নাসের রহমান গ্র্বপ।
মৌলভীবাজারে ছাত্রদল নেতা মিলাদ হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা
Friday, February 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment