সিলেটে বর্ণাঢ্য আয়োজনে লন্ডন ভিত্তিক অনলাইন পত্রিকা জিবি নিউজ
টুয়েন্টিফোরের প্রথম বর্ষপূর্তি উদযাপন
লন্ডন থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের (গ্রেট বৃটেন নিউজ) প্রথম বর্ষপূর্তি সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকালে দৈনিক উত্তরপূর্বর সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদের সভাপতিত্বে ও জিবি নিউজের সিলেট ব্যুরো প্রধান আফরোজ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (ওজাস) সভাপতি মুহিত চৌধুরী, সিটি কাউন্সিলর জাহানার খানম মিলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহানগর সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিল, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সিলেট লেখিকা সংঘের সহ সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী ও প্রারম্ভিকা প্রকাশের প্রকাশক ধ্রুব গৌতম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সৈয়দ মুক্তাদা হামিদ, ২৭নং ওয়ার্ড এফআইডিভির চাইল্ড প্রোজেক্টের সভাপতি জলি আক্তার, ব্যবসায়ী রহমত আলী, জাবের খান, সাংবাদিক আলমগীর আলম ও স্বর্ণা আক্তার কলি। জিবি নিউজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফারহানা বেগম হেনা, মৌলভীবাজার প্রতিনিধ নজরুল ইসলাম মুহিব, কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বখস, দিরাই প্রতিনিধি আব্দুল বাছির সরদার, চট্রগ্রাম প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।
অনলাইন জিবি লাইভ টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
No comments:
Post a Comment