আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাটের পল্লীতে অস্ত্রের মুখে ডাকাতি হয়েছে। নগদ টাকা, ১টি মটর সাইকেল, ৬ভরি স্বর্ন সহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে গেছে ডাকাতরা।
শনিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার আলীরগাওঁ ইউনিয়নের সাতাইন গ্রামের আব্দুল মন্নান (মন্নান পীর) এর বাড়ীতে এঘটনা ঘটে। সরজমিন গেলে বাড়ীর মালিক মন্নান ফির জানান রাত আনুমানিক ৩টার দিকে ১০/১২জন মুখোশদারী ডাকাত দল দেশীয় ও আগ্নেস্ত্রসহ বাড়ীতে প্রবেশ করে।
এ সময় জোর পুর্বক ঘরের কলাপসিবল গেইটের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের হাত পা বেঁেধ ঘরে থাকা রক্ষিত সকল মালামাল নির্বিগ্নে নিতে থাকে। এসময় ডাকাতরা ১টি মটর সাইকেল, ৫ভরি স্বর্ন, নগদ ৪লাখ ৫হাজার টাকভ, ৪টি মোবাইল সেট, কাপড় চোপড় সহ প্রয়োজনী মালার লুঠ করে নিয়ে যায় এবং তার স্ত্রী নাজমা বেগমকে ডাকাতরা হামলা চালিয়ে গুর্বতর আহত করে ও পরিবারের সকল সদস্যদের একটি রোমে অবরোদ্ধ করে নির্বিগ্নে পালিয়ে যায়। তিনি আরও জানান ঘটনার সময় রাতের বেলা পারিবারিক কাজে তিনি (মন্নান ফির) পাশ্ববতী গ্রামে তার এক ভাইয়ের বাড়ীতে ছিলেন। শনিবার ফজরের নামাজ পড়ে বাড়ীতে এসে দেখেন ঘরের গেইট দরজা খোলা এবং একটি বেড রোমে পরিবারের সকল সদস্য অবরোদ্ধ। এঘটনায় মান্নান ফির বাদী গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ওসি গোয়াইনঘাট মোঃ শফিকুর রহমান খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে ওসি গোয়াইনঘাট মোঃ শফিকুর রহমান খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এঘটনার সাথে বড় ধরনের একটি চক্র রয়েছে। এদের তদন্ত সাপেক্ষ আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাটের পল্লীতে অস্ত্রে‘র মুখে ডাকাতি, নগদ টাকা, ১টি মটর সাইকেল, ৫ভরি স্বর্ন সহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুট
Saturday, February 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment