যশোর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতিবাদে শার্শায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Tuesday, February 18, 2014

যশোর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতিবাদে শার্শায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


ইয়ানুর রহমান, শার্শা : শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুকে যশোর জেলা আওয়ামী লীগ মনোনয়ন না দিয়ে উল্টো তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ায় উপজেলার মুক্তিযোদ্ধারা প্রতিবাদমুখর হয়ে উঠেছেন।

জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলার মুক্তিযোদ্ধার মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশ করেছেন।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি শার্শার ২৭০ জন মুক্তিযোদ্ধা সকাল ১০টা থেকে যশোর-বেনাপোল মহাসড়কে উপজেলা পরিষদ ভবনের সামনে একঘণ্টা মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলমের মাধ্যমে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

পরে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই মুক্তিযোদ্ধা-জনতা রাজপথে নেমে এসেছে।

শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাস্টার মনিরুজ্জামান মন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান বলেন, উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের সমর্থনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুকে মনোনীত করা হয়; কিন্তু যশোর জেলা আওয়ামী লীগ তৃণমূলের মতামতকে তোয়াক্কা না করে আব্দুল মান্নান মিন্নুকে প্রার্থী ঘোষণা করায় যেমনি সাধারণ মানুষ তেমনি মুক্তিযোদ্ধারাও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License