একুশে পদক পাওয়ায় রামকানাই দাশকে সিলেটের ৬১টি সংগঠনের অভিনন্দন জ্ঞাপন
প্রবীণ সংগীতজ্ঞ রামকানাই দাস একুশে পদক পাওয়ায় সিলেটের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিত্বশীল ৬১টি সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
শামীম আহমদের পাঠানো ইমেইলে এই অভিনন্দন জানিয়ে বলা হয়, বাংলা লোকগানের প্রচার ও প্রসারে সংগীতজ্ঞ রামকানাই দাশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে সংগীত সাধনার মাধ্যমে বাংলা লোকগানকে দেশে-বিদেশে প্রচারিত ও প্রসারিত করেছেন। দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই প্রবীণ সংগীতগুণী একুশে পদকের মতো সম্মানজনক রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
অভিনন্দন জ্ঞাপনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে, উর্বশী আবৃত্তি পরিষদ, নাট্যমঞ্চ, নাট্যালোক সিলেট, দর্পন থিয়েটার, লিটল থিয়েটার, নগরনাট, নবশিখা নাট্যদল, বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদ, অঙ্গীকার বাংলাদেশ, নৃত্যাশ্রম, চোখ ফিল্ম সোসাইটি, উদীচী সুনামগঞ্জ জেলা সংসদ, চৌদ্দভুবন, শিকড়, শাহ আবদুল করিম পরিষদ, জ্ঞানের সাগর বাউল-ফকির দুর্বিন শাহ পরিষদ, ছন্দ নৃত্যালয়, সিলেট বিভাগ ধামাইল নৃত্য উন্নয়ন পরিষদ, প্রান্তিক পর্ষদ, ছড়া নিকেতন, একুশে বাংলা ফাউন্ডেশন, পারমিতা, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, প্রারম্ভিকা প্রকাশ, শ্রীহট্ট ললিতকলা একাডেমি, চারুবাক, মুক্তাক্ষর, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সংগীত পরিষদ, প্রথম আলো বন্ধুসভা সিলেট, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট, ইনোভেটরস, সিলেট সাহিত্য পরিষদ, সময়ের চিঠি, মেঠোসুর, হাওরপারের ধামাইল, শ্রীহট্টপত্র, আলপনা সাহিত্য সংসদ, নাগরিক মৈত্রী, সমাজ অনুশীলন, অমিতাভ ললিতকলা একাডেমি, ত্রিমাতৃক আশ্রম, আনন্দ সংগীত নিকেতন, সহজিয়া, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, মৃত্তিকা, কাকতাড়ুয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংঘ, সিলেটস্থ শাল্লা উন্নয়ন পরিষদ, শাল্লা ছাত্র কল্যাণ পরিষদ, কেওড়ালি সাহিত্য পর্ষদ, লোকচর্চা, সোনারতরী, কাশীনাথ স্মৃতি সংসদ, হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ, অশোকবিজয় রাহা জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ, ক্বারী আমির উদ্দিন বাউল শিল্পী সংসদ, অন্বেষা বেতার শ্রোতা ক্লাব, সুরাঞ্জলি শিল্পী গোষ্ঠী, লোকসংগীত চর্চা ও গবেষণা পরিষদ এবং চৌকি সাহিত্য পরিষদ।
No comments:
Post a Comment