সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বাচ্চু গ্রেফতার, সাংবাদিকদের প্রতিবাদ সভা

Sunday, February 16, 2014

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের জের ধরে কথিত চাঁদাবাজী মামলায় আটক হয়েছেন দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মর্তুজা বাচ্চু। রোববার ভোররাতে দক্ষিণ সুরমার পাঠানপাড়াস্থ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে, পেশাগত কারণে সাংবাদিক বাচ্চুকে সাজানো মামলায় আটকের প্রতিবাদে গতকাল রোববার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সভা করেছেন সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। দৈনিক জালালাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওসমানী হাসপাতালের অভ্যন্তরে অবৈধভাবে লাইটেস ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড স্থাপন করে চিকিৎসা প্রত্যাশী সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ডসহ হাসপাতালের বিভিন্ন শ্রেণীর দালালচক্রের দৌরাত্ম নিয়ে গত ১৯ নভেম্বর, ৪ ডিসেম্বর ও ২২ ডিসেম্বর দৈনিক জালালাবাদে তিনটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চু। তার এ অনুসন্ধানী প্রতিবেদনের পর কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে হাসপাতাল চত্বর থেকে ৪ দালালকে আটক করে। কর্তব্যে অবহেলার কারণে প্রত্যাহার করা হয় পুলিশের এক সহকারী উপ পরিদর্শককে।

এদিকে, পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চুর উপর ক্ষিপ্ত হয়ে উঠে দালালচক্র। দীর্ঘ দুই মাস পর গত শনিবার বিকেল সাড়ে চারটায় তারা বাচ্চুর বিরুদ্ধে সাজানো চাঁদাবাজীর মামলা দায়ের করে। আর মামলা দায়েরের কয়েক ঘন্টার মাথায় গভীর রাতে ঘুম থেকে তুলে সাংবাদিক বাচ্চুকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদ প্রকাশের জের ধরে দায়ের করা সাজানো মামলায় কোন রকম তদন্ত ছাড়াই একজন সাংবাদিককে আটক করার ঘটনা সিলেটের স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা অবিলম্বে সাংবাদিক গোলাম মর্তুজা বাচ্চুর মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানান।

দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক মানিকের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আমজাদ হোসাইন। বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবীর, দৈনিক নয়াদিগন্তের ব্যুরো প্রধান এনামুল হক জুবের, প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মোহাম্মদ রেনু, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ, দৈনিক কাজিরবাজার এর নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সংগ্রাম এর ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চীফ রিপোর্টার মোহাম্মদ তাজ উদ্দিন, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বার্তা সংস্থা ইউএনবি’র সিলেট প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন শিহাব, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক দুনিয়া ও আখেরাত এর বার্তা সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, দৈনিক কাজিরবাজার এর স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, খালেদ আহমদ, এনামুল হক, মুনশী ইকবাল, আবু বকর সিদ্দিক, ফটো সাংবাদিক বেলায়েত হোসেন, হুমায়ুন কবীর লিটন, জয়নাল আবেদীন আজাদ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License