আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বি-বাদমান দু’গ্রুপের কয়েক দফা সংঘর্ষে যুবলীগের সভাপতিসহ কমপৰে ১৫জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল প্রায় ৭টার দিকে প্রভাতফেরী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুধু হয়।স্থানীয় এমপি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একে একে শহীদ মিনানে বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল-কলেজের পৰ থেকে শিৰার্থীরা ফুল দেয়া শুর্ব করে। এসময় ছাত্রলীগের পৰ থেকে একাংশের নেতা মনির হোসেন ফুল দিতে এগিয়ে আসলে ওয়াসিম-শান্ত গ্রুপের নেতাকর্মীরা বাধা দেয় এ নিয়ে তর্কাতকির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ নেতা মনির হোসেন, বাবু, উজ্জ্বলসহ কমপৰে ১০ জন আহত হয়। সংঘর্ষে শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন স্কুল-কলেজের শিৰার্থীরা ভয়ে দ্বিগ-বেদিক ছুটাছুটি করতে থাকে। পরে পুলিশ ও বিজিবি পরিসি’তি নিয়ন্ত্রনে আনে। স’ানীয় এমপি এড.মাহবুব আলী আওয়ামীলীগের সিনিয়র নেতাদের নিয়ে বসে আপোষে বিষয়টি নিষ্পতির সিদ্ধান্ত নেয়ার কিছুৰন পরই আবারও দু’গ্র্বপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মনির হোসেনের পিতা হাজী আকবর, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, শাহনেওয়াজ শানুসহ কমপৰে ৫ জন আহত হয়। প্রায় ১ঘন্টা ব্যাপি বি-বাদমান দু’গ্র্বপ ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। পরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্য লাঠি চার্জ করে পরিসি’তি নিয়ন্ত্রনে আনে। পৌর এলাকায় থমথমে অবস’া বিরাজ করছে। শহরে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
মাধবপুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের কয়েক দফা সংঘর্ষে আহত-১৫
Friday, February 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment