নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে সমঝোতা হয়নি
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে কোন সমঝোতা হয়নি।
সমঝোতা না হওয়ায় প্রার্থী নির্ধারণে তৃণমূলের মতামত গ্রহণে রবিবার ১৬ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল অনুযায়ী ২০ ফ্রেব্রুয়ারি দলীয় প্রার্থী নির্ধারণে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর মধ্য থেকে একক প্রার্থী নির্ধারণে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রার্থী হতে আগ্রহী সকলকে নিয়ে বসে সমঝোতার চেষ্টা করেন; কিন্তু তাতে কোন ফল হয়নি। তাই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের উপর সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব অর্পণ করা হয়।
সমঝোতার লক্ষ্যে রবিবার নবীগঞ্জ উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা দেওয়ান নেওয়াজ গাজী মিলাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবুল কাশেম।
No comments:
Post a Comment