আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিলাদুর রহমান (২৮) ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল।বৃহস্পতিবার সকালে মিলাদকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
জানা গেছে,মিলাদুর রহমান জেলা বিএনপির সভাপতি নাসের রহমান গ্রুপের সদস্য ও ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মৃত হাবিল মিয়ার ছেলে।
মৌলভীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, বুধবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে মিলাদ নিখোঁজ হন। রাত ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ডের পাশে আহত অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
মৌলভীবাজারে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
Thursday, February 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment