আমাদের সিলেট ডটকম:
উৎসবমুখর পরিবেশে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
সোমবার প্রচারণার শেষ দিন, প্রার্থীরা বিগত ক’দিনের ন্যায় ভোর থেকেই গণসংযোগ ও পথসভার কার্যক্রম শুরু করেন। উপজেলা সদরসহ সকল হাট-বাজার ছিল নির্বাচনী আমেজ ও বিভিন্ন প্রার্থী শেষ পথসভা।
ইকবাল চৌধুরী : আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বর্তমান চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী শেষ নির্বাচনী সভা ছিল হেতিমগঞ্জে। ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ও ছাত্রলীগ নেতা এমএ হানিফ খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগ নেতা মুশতাক আহমদ পলাশ, বদরুল ইসলাম শোয়েব। বক্তব্য রাখেন আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী, লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান মাহমুদ আহমদ।
সভায় বক্তারা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল চৌধুরীকে দোয়াত কলম চিহ্নে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় উপসি’ত ছিলেন ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান এমএ ছালিক, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন মাস্টার, বাঘা ইউপি চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ।
হাফিজ নজমুল ইসলাম : গোলাপগঞ্জ উপজেলা নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফিজ নজমুল ইসলাম বলেছেন, গোলাপগঞ্জকে মডেল উপজেলায় রূপান-র করতে, পরিবর্তন ও উন্নয়নের স্বার্থে আমাকে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে গোলাপগঞ্জের উন্নয়নে অবদান রাখুন। বিজয়ী হলে গোলাপগঞ্জবাসীর পবিত্র আমানত ভোটের মর্যাদা রক্ষা করব। গোলাপগঞ্জ চৌমুহনীতে আয়োজিত সর্বশেষ নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও পৌর যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াত নেতা মাওলানা সোহেল আহমদ, উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব জিন্নুর আহমদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল কাইয়ুম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, পৌর কাউন্সিলর আলহাজ্ব আলাউদ্দিন, পৌর কাউন্সিলর গোলাম মোস-ফা মুসা, মাওলানা জমির উদ্দিন, ছাত্র নেতা বোরহান উদ্দিন প্রমুখ। এছাড়া তিনি ঢাকাদক্ষিণে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। মাস্টার রশীদ আহমদের সভাপতিত্বে ও এমাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, আব্দুল মালিক, ছাত্র নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
জিলাল উদ্দিন : গোলাপগঞ্জে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জিলাল উদ্দিনের সর্বশেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন। বিকেলে উপজেলার ভাদেশ্বর মোকাম বাজারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ আহমদ। ছাত্র নেতা পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী জিলাল উদ্দিন, সুয়েদুজ্জামান চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, মাস্টার তারেক জলিল, বশির আহমদ খান প্রমুখ। এছাড়া তিনি দক্ষিণভাগ, দক্ষিণগাঁও ও পশ্চিমভাগে গণসংযোগ ও সভা করেন। এ সময় উপসি’ত ছিলেন হাছিব আলী মেম্বার, আবুল হাসনাত, তশব আলী, সাবেক মেম্বার আব্দুল খালিক, বদর উদ্দিন বদই, এডভোকেট আজিম উদ্দিন, শাহেদ আহমদ চৌধুরী প্রমুখ।
হুমায়ুন ইসলাম কামাল : উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন ইসলাম কামাল গোলাপগঞ্জ ও ঢাকাদক্ষিণ ইউনিয়নে গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবিএম ছদরুল উলা চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন তেরা, যুবলীগ নেতা তারেক আহমদ মেম্বার, ছাত্রলীগ নেতা এমএ ওয়াদুদ এমরুল, জসিম আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।
উৎসবমুখর পরিবেশে শেষ হলো গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা
Monday, February 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment