ফেঞ্চুগঞ্জে রেলের নাশকতা ঠেকানোর কাজে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা আন্দোলনে
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে রেললাইনে নাশকতা ঠেকানোর কাজে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন।
এই আন্দোলনের অংশ হিসেবে সোমবার ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে দুপর পর্যন্ত তারা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় অবরোধ করে রাখেন। পরে দায়িত্বশীল কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেন।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৮ দলের আন্দোলনের সময় নাশকতা ঠেকাতে রেললাইন ও রেল সেতু পাহারার কাজে ফেঞ্চুগঞ্জে ৫৬ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়োগ করা হয়।
তাদেরকে আশ্বাস দেয়া হয়েছিল, প্রতি সপ্তাহে তাদের বেতন প্রদান করা হবে। প্রথম দুসপ্তাহ বেতন দেয়াও হয়; কিন্তু পরবর্তী দুমাস ধরে তাদেরকে বেতন দেয়া হচ্ছেনা। আনসার-ভিডিপি সদস্যরা বারবার উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে ধর্ণা দিয়ে বেতন না পাওয়ায় আন্দোলনের পথ বেছে নেন।
ইউনিয়ন আনসার-ভিডিপি কমান্ডার মুক্তিযোদ্ধা আজমল হোসেন জানান, আনসার-ভিডিপি সদস্যরা রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে পাহারার কাজ করছে। অথচ উর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসিনতার কারণে গত দুমাস ধরে তাদের বেতন হচ্ছেনা।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আলী আহমেদ বলেন, আনসার-ভিডিপি সদস্যদের দুমাসের বেতন বকেয়া রয়েছে এটা সত্য। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। বেতনের টাকা পাওয়া মাত্র তাদেরকে প্রদান করা হবে।
No comments:
Post a Comment