আমাদের সিলেট ডটকম:
২৪ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে বিএনপির বিদ্রোহী ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সিলেট বিএনপির ৩ নেতাকে গতকাল বহিষ্কার করে দলের কেন্দ্রীয় কমিটি।
আজ বিকেলে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় চিঠি দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা বিএনপির সভাপতি বরাবরে মঙ্গলবার বিকেলে ফ্যাক্স ও ইমেইল যোগে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে পাঠানো হয়েছে তারা জানান।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল হক শাহীন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য, গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন।
২৪ ঘণ্টার মাথায় সিলেট বিএনপির ৩ নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার
Tuesday, February 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment